৯০ বোতল ফেন্সিডিলসহ শের আলী (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে পুলিশ। শনিবার দুপুরে তাকে আটক করে মেহেরপুর থানা পুলিশ। আটককৃত শের আলী মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেহেরপুরের যাদবপুর সড়ক দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় ৯০ বোতল ফেন্সিডিলসহ শের আলীকে আটক করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসান ও মোকলেচুর রহমান নামে দুই মাদক কারবারি পালিয়ে যায়। আটককৃত শের আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। এ ছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম