বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, ডিম ও পিয়াজ বিক্রিসহ মূল্য তালিকা না থাকার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সকালে বাগেরহাট সদরের যাত্রাপুর বাজারে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন বাগেরহাটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা না টানিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে শনিবার সকালে বাগেরহাট সদরের যাত্রাপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে আলু, ডিম ও পিয়াজ বিক্রির চারটি প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধসহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
বিডি প্রতিদিন/এমআই