১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৪২

শরীয়তপু‌রে নদী থে‌কে অজ্ঞাত নারীর অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধার

শরীয়তপুর প্রতি‌নি‌ধি

শরীয়তপু‌রে নদী থে‌কে অজ্ঞাত নারীর অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধার

প্রতীকী ছবি

শরীয়তপুরের কৃ‌র্তিনাশা নদী থে‌কে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার বেলা ১২টার দি‌কে আংঙ্গা‌রিয়া ইউ‌নিয়‌নের পাকারমাথা কৃর্তিনাশা নদী থে‌কে অর্ধগ‌লিত মর‌দেহ‌টি উদ্ধার করা হয়।

পালং ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মেজবাহ উ‌দ্দিন আহ‌ম্মেদ ব‌লেন, মঙ্গলবার সকালে স্থানীয়রা নদীতে এক‌টি মর‌দেহ ভাস‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ গি‌য়ে এক নারীর অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধার ক‌রে। মর‌দেহের ময়নাতদন্তের জন‌্য শরীয়তপুর সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। লা‌শের এখ‌নেও প‌রিচয় পাওয়া যায়‌নি। তদন্ত চল‌ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর