পাবনার ভাঙ্গুড়ায় এক প্রতিবন্ধীর ১ লাখ ৬ হাজার টাকা আত্মসাৎ করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম (৫০) নামে এক ধান ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের সিং কলকতি গ্রামে। টাকা না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ওই গ্রামের মো. জাহের আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী লোকমান হোসেন (৩৮)।
অভিযুক্ত নজরুল একই গ্রামের মৃত কুরান প্রামাণিকের ছেলে। জানা গেছে, গত পাঁচ বছর আগে ধান কেনার জন্য ১ লাখ ২৬ হাজার টাকা নেন নজরুল ইসলাম। টাকাগুলো এক-দুই মাসের মধ্যে পরিশোধ করে দেওয়ার কথা ছিল। কিন্তু টাকাগুলো সময় মতো না দিয়ে বিভিন্ন রকমের বাহানা শুরু করে নজরুল। এরপর এলাকার প্রধান বর্গের কাছে বিষয়টি জানান তিনি। এ কারণে নজরুল তার ওপর আরও ক্ষিপ্ত হন। গত ফেব্রুয়ারি মাসে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম ফারুক টুকুন বলেন, অভিযোগের ভিত্তিতে সালিশে উভয় পক্ষের উপস্থিতিতে নজরুল টাকা নেওয়ার কথা স্বীকার করে ২০ হাজার টাকা দেন এবং ১০ দিনের মধ্যে অবশিষ্ট টাকা পরিশোধ করবে বলে সময়ের আবেদন করে নজরুল। পরে তিনি টাকা না দিয়ে বিভিন্ন রকমের অযুহাত দেখান। পরবর্তীতে লোকমানকে আইনের আশ্রয় নিতে বলেছি।ভুক্তভোগী লোকমান হোসেন বলেন, আমার টাকা আমাকে না দিয়ে এখন তিনি বিভিন্ন ধরনের ভয়-ভীতিসহ আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।
অভিযুক্ত ধান ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, লোকমান নামে কাউকে চিনি না এবং তাকে কোনো হুমকি দেইনি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির দ্রুত ব্যবস্থা নিতে বিট অফিসার এএসআই আজাবুলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল