২১ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৩২

পাটগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম পুলিশ বিউটি বেগম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাধানাথ গ্রামে এ ঘটনা ঘটে। বিউটি বেগম (৩০) ওই গ্রামের মো: জান্নাতুল ইসলাম এর স্ত্রী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বিউটি বেগম দীর্ঘদিন হতে মানসিক রোগে ভুগছেন। আজ দুপুরে নিজ ঘরের দরজা খুলতে যায় তার মেয়ে আতশি (৭) দরজা খুলেই দেখতে পায় মায়ের লাশ। পরে প্রতিবেশী লোকদের সহায়তায় গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে। 
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর