নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেঁজগাও গ্রামের রিফাত (১০) বজ্রপাতে নিহত হয়েছে। রিফাত উপজেলার বেঁজগাও গ্রামের বর্তমান বলাইশিমুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রতন মিয়ার ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় লোকজন জানান, আজ শনিবার দুপুরে রিফাত বাড়ির সামনে নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিল। এসময় বৃষ্টি এবং বজ্রপাত শুরু হলে নদীর পাশে একটি গাছের নিচে সে আশ্রয় নেয়। বজ্রপাতে রিফাত আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
কেন্দুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল