রংপুর সদর উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে যুবলীগ কর্মী রেজাউল করিম রাজুকে হত্যা করা হয়। ওই হত্যা মামলার প্রধান আসামি গোলাম রব্বানী ওরফে রাব্বীকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুর জেলার গাছাথানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাব্বী সদর উপজেলার ঈশ্বরপুর সাদিয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তাকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গত ৮ সেপ্টেম্বর বিকেলে রংপুর সদর উপজেলা যুবলীগ কর্মী রেজাউল করিম রাজু গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করলে গাঢাকা দেন প্রধান আসামি রাব্বী। তথ্যপ্রযুক্তির সাহায্যে শুক্রবার তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর কোতয়ালী থানার ওসি তদন্ত আবু বকর।
বিডি প্রতিদিন/নাজমুল