২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:১৬

মুন্সীগঞ্জে বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টঙ্গীবাড়ি উপজেলা শাখা'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং রিপন মল্লিক বাড়ির প্রাণঙ্গে শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হওয়া সম্মেলন চলে বিকাল ৪ টা পর্যন্ত।

 
টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি আহ্বায়ক আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে ও উপজেলার সদস্য সচিব আমির হোসেন দোলনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ।

উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব ও সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহমেদ,  লৌহজং উপজেলার বিএনপির আহবায়ক শাহজাহান খান, মুন্সীগঞ্জ পৌরসভার আহবায়ক এইচ এম ইরাদাত খান, সিরাজদিখান উপজেলার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলার সভাপতি শহিদুল ইসলাম মৃধা, গজারিয়ায় উপজেলার সভাপতি সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর