প্রায় ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এরপরও মোল্লাহাটের খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বোমা হামলায় হতাহতের ঘটনার বিচার করতে না পারার ব্যর্থতা স্বীকার করে পুনঃতদন্তের দাবি জানালেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র এমপি শেখ হেলাল।
২২ বছর আগে এই দিনে (২৩ সেপ্টেম্বর) শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় সন্ত্রাসীদের ভয়াবহ বোমা হামলায় ৯ জন ঘটনাস্থলে নিহত ও অর্ধশত আহত হয়েছিলেন। ওই ঘটনার বিচারের দাবিতে আজ শনিবার সন্ধ্যায় উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে মানববন্ধন ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
এমপি শেখ হেলাল আরও বলেন, এই মোল্লাহাটে আমার নির্বাচনী জনসভায় বোমা হামলা হয়েছে, জঙ্গি বাংলা ভাইকে এই মোল্লাহাটের জনগণই প্রথম আটক করে পুলিশে দিয়েছিল, কয়েকদিন আগে এখানকার মাদ্রাসা থেকে ৪ জন গ্রেফতার হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী তৎপর রয়েছে। সে কারণে নিজেদের ও দেশের নিরাপত্তার স্বার্থে অপরিচিত লোক দেখলে পুলিশকে খবর দিতে হবে।
পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আলোচিত এই বোমা হামলার পুনঃতদন্তে তিনি ও তার পরিবারসহ আওয়ামী লীগ স্থানীয় নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে।
মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহিনুর আলম সানার সভাপতিত্বে বোমা হামলায় হতাহতদের স্মরণ সভায় এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেন, আমি বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্য বা এমপি হিসেবে না, আমার বাবা বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলাকারীদের চিহ্নত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এর আগে মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনের মহাসড়কে শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বর্বরোচিত বোমা হামলার বিচার দাবিতে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত