প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ বছর কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন মো:রাসেদুল হাসান। সেই সাথে জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেয়েছেন কুড়িগ্রাম সদর ইউএনও। একই সাথে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান।
নিজ অর্থায়নে প্রাথমিক শিক্ষার্থীদের মিড-ডে মিলের ব্যবস্থা করাসহ শিক্ষার নানা দিক দিয়ে অবদান রাখায় শ্রেষ্ঠ এসএমসি (বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি) ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন জেলার ফুলবাড়ী উপজেলার ঘুঘুর হাট এলাকার মনিরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান। আর শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী উপজেলা রিসোর্স সেন্টারের ইউআরসি ইন্সট্রাক্টর মো:আব্দুল আজিজ।
বাছাই কমিটির সভাপতি কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:নবেজ উদ্দীন সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার মো:রাসেদুল হাসান।
বিডি প্রতিদিন/নাজমুল