নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে গেছে।
নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) চাটখিল পৌরসভার সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। সে পেশায় একজন সিএনজি চালক ছিল।
শনিবার দুপুরে পুলিশ চাটখিল পৌরসভার সুন্দলপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ লাশের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রনির দুই বাড়ির পাশের বাড়ি হচ্ছে ফটিকবাড়ি। শনিবার সকালে ওই বাড়ির এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ বাগানে পড়ে থাকতে দেখে চিৎকার করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে নিহত রনির পরিবারের সদস্যরা লাশ দেখতে গিয়ে সনাক্ত করে এটি রনির লাশ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে গেছে।
চাটখিল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, বাগান থেকে মরদেহ উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম