‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’ এই পতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. মোহসিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএমএ মাগুরা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার জয়ন্ত কুমার কুন্ডু, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার পল্লব কুমার সাহা, ডাক্তার গৌতম কুমার রক্ষিত, ব্র্যাক জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, কুকুর বিড়াল, বানর ও বাদুরে কামড়ালে দ্রুত জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন