বাগেরহাটে দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে জেলা জামায়াতে ইসলামী।
বুধবার সকালে বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর বাজারে বাগেরহাট-খুলনা মহাসড়কে বিশাল মিছিল করেছে দলটি।
মিছিল থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় বাধা প্রদানের নিন্দা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মহাসড়কজুড়ে বিক্ষোভ মিছিল চলাকালে যান চলাচল ব্যাহত হয়।
বাগেরহাট সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আজিজুর রহমান জানান, বুধবার সকালে সদরের ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর বাজারে জেলা জামায়াতে ইসলামী একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে। কয়েক মিনিট পরে তারা ওই এলাকা থেকে চলে যায়।
বিডি-প্রতিদিন/বাজিত