৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৫৬

ঝিনাইদহে আত্মহত্যা মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে আত্মহত্যা মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানীতে ঋণের চাপে সিরাজুল ইসলাম সরুজ নামের এক চা দোকানি আত্মহত্যার মামলার আসামি তরিকুল ইসলাম নামের এক সুদের কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনাহাটি গ্রামের মৃত শহর আলী মুন্সির ছেলে। 

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, গত ৮ সেপ্টেম্বর হলিধানী এলাকায় ঋণের চাপে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সিরাজুল ইসলাম সুরুজ নামের এক চা দোকানি। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে সিরাজুল ইসলাম সুরুজের স্ত্রী ছফুরা খাতুন বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। বিষয়টি তদন্ত করে এজাহার নামীয় আসামি তরিকুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকি আসামিদেরকেও ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর