নেত্রকোনার দুর্গাপুর দিয়ে চিনি পাচারকালে ৫৫ বস্তা ভারতীয় চিনিসহ মো. ওবায়দুল্লাহ হক নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাদিগাটা গ্রামের বাসিন্দা।
শনিবার সকালে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝানজাইল এলাকা থেকে ট্রাক আটকে এসব চিনি জব্দ করা হয়। ৫৫ বস্তায় ২ হাজার ৪৭৫ কেজি চিনি রয়েছে বলে নিশ্চিত করে পুলিশ।
পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে চিনি এনে দেশিয় কোম্পানির চিনির বস্তায় ভরে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। অবৈধভাবে আসা এসকল চোরাই চিনি পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কার্গো ট্রাকের ভেতরে পাওয়া ৫৫ বস্তা চিনি জব্দ করে রাখা হয়। জব্দ চিনির বর্তমান বাজার মূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, ভারত থেকে চোরাই পথে আনা বস্তাগুলোর জব্দ তালিকা করে আইনি কার্যক্রম শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এমআই