মানিকগঞ্জের হরিরামপুরে নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে শারীরিক প্রতিবন্ধী যুবক নওশেদের (২১) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা দফাদারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
শনিবার সকালে ইছামতী নদীর মাদ্রাসা ঘাটে এ ঘটনা ঘটে। হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নওশেদ শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি সকালের দিকে নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। দীর্ঘ সময় বাড়িতে না আসায় স্বজনরা খুঁজতে গিয়ে ইছামতী নদীর মাদ্রাসা ঘাটে তার জুতা দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তার লাশটি ইছামতী নদী থেকে উদ্ধার করেন।
বিডি প্রতিদিন/এমআই