গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার তেলিপাড়া এলাকায় বাসের পেছনে মোটরসাইকেল ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত রাব্বি (২৫) গাজীপুর সিটি করপোরেশনের খরতৈল এলাকার দিদারুল দেওয়ানের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মো: আবু সিদ্দিক জানান, বোর্ডবাজার এলাকায় ব্যবসা করতেন রাব্বি। শনিবার সকালে তিনি সালনা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল বাসের পেছনে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাব্বি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএম