মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিসোর্টে পর্যটক হত্যা মামলার আসামি ওসমান গনিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে গাজীপুরের শ্রীপুর থানার ধলাদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে আলোচিত ও চাঞ্চল্যকর পর্যটক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ওসমান গনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিল বাড়ি) এলাকার মো. ইসমাইল মিয়ার ছেলে।
সিলেট র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি আব্দুল্লাহ-আল-নোমান জানান, গত ২৭ আগস্ট লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাশ কটেজের একটি কক্ষ থেকে শরীফুল ইসলামের রক্তাক্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনায় পরের দিন ভিকটিমের স্ত্রী বাদী হয়ে তিনজনের নামে থানায় মামলা করেন। শরীফুল ইসলাম একজন কার্টুন ব্যবসায়ী ছিলেন।
গত ২৫ আগস্ট তিনি আসামিদের সাথে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে ওঠেন। ২৭ আগস্ট তাদের কটেজ ত্যাগ করার কথা থাকলেও সকালে রিসোর্টের হাউজ কিপিং কটেজের দরজায় দীর্ঘক্ষণ নক করে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানাকে জানালে পুলিশ রিসোর্টে গিয়ে বিকল্প চাবি দিয়ে কক্ষের ভেতর ঢুকে শরীফুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই