বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে পিরোজপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের স্বাধীনতা মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসতে পারবে না জেনেই, বিএনপি-জামায়াত জোট বিদেশিদের উপর ভর করেছে। এ ছাড়া এ দেশের সংবিধানকে লঙ্ঘন করে অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে। তাই বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/এমআই