শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনে বরগুনায় উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২০২৩।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সহযোগীতায় শিশু একাডেমি আয়োজিত শিশু সমাবেশ ও র্যালির মধ্য দিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য শিশু সংগঠক চিত্ত রঞ্জন শীল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. রাজ্জাক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, বেসরকারি উন্নয়ন ও শিশু সংগঠক জাকির হোসেন মিরাজ প্রমুখ।
র্যালি শেষে বরগুনা জেলা গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিশু বিষয়ক কর্মকর্তা এস. এম. রফিকুল ইসলাম।আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পীযূষ চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, শিশু সংগঠক চিত্ত রঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সাংবাদিক হাসানুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তানিশা রহমান, হাদিকা জান্নাত নুহা, ওয়ানিয়া প্রমুখ।
শিশুরা তাদের বক্তব্য, বরগুনায় একটি শিশুপার্ক এবং হারিয়ে যাওয়া গ্রাম বাংলার খেলাধুলা শিশুদের মধ্য ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। আলোচনা শেষে শিশু একাডেমির শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।
বিডি প্রতিদিন/এএম