২ অক্টোবর, ২০২৩ ১৫:১৪

ঝিনাইদহে কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজের ৩ দিন পর আব্দুস সামাদ (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মদনপুর মাঠের ধান ক্ষেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কৃষক মদনপুর গ্রামের মৃত ইয়াজউদ্দিনের ছেলে।

মহেশপুর থানার ওসি খন্দকার শামিম আহমেদ জানান, গত শুক্রবার রাতে আব্দুস সামাদ রাতে খাবার খেয়ে মদনপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজখুজির পর সকালে বাড়ির পাশের মদনপুর গ্রামের মাঠের ধান ক্ষেতে তার অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

বিডি প্রতিদিন/এএম

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর