আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বগুড়া শহরে করতোয়া নদীর উপরে নির্মাণ করা বাঁশের সেতু দিয়ে সাধারণ জনগণের চলাচলের বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সোমবার বেলা সাড়ে ১১টায় সরেজমিন তিনি সেতুটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অস্থায়ী এই সেতু দিয়ে সাধারণ মানুষের চলাচল বৃদ্ধি পেতে পারে। মানুষের চলাচল সহজ করা এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে বর্তমানে পায়ে চলার একটি সেতু রয়েছে। পাশাপাশি আরেকটি অস্থায়ী ভাসমান পায়ে চলার সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভাসমান সেতুটি নির্মাণ করা হলে দুটি সেতু দিয়ে পারাপার অনেকটা সহজ হবে। বগুড়া একটি জনবহুল শহর। বিশেষ করে করতোয়া নদীর পূর্ব পাড়ে তিন উপজেলার মানুষ এই সেতু দিয়ে পারাপার হয়ে থাকেন। সুতারাং তাদের যেন ভোগান্তিতে না পড়তে সে জন্য এ উদ্যোগে নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাসসহ জেলা প্রশাসন ও সওজের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিডি প্রতিদিন/এমআই