২ অক্টোবর, ২০২৩ ১৯:০২

চকরিয়ায় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে রিকশা সমিতির টাকা আত্মসাতের অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে রিকশা সমিতির টাকা আত্মসাতের অভিযোগ

ভুক্তভোগীদের বিক্ষোভ সমাবেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং রিকশাচালক সমবায় সমিতির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সমিতির সভাপতি সাবেক চেয়ারম্যান মিরানুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে সমিতির সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেছে।

এ বিষয়ে সমিতির সভাপতি ও হারবাং ইউপির সাবেক চেয়ারম্যান মিরানুল ইসলাম, সম্পাদক মো. বেলাল উদ্দিন ও ক্যাশিয়ার মো. আবুল কাশেমের বিরুদ্ধে হারবাং ইউপি কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সমিতির সদস্য মো. এরশাদ বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত সদস্যরা বলেন, ২০১৪ সালে এই সমিতি প্রতিষ্ঠিত হয়। সমিতির সদস্য সংখ্যা ২০০ জন। প্রতিষ্ঠার পর থেকে সমিতির সদস্যদের মাসিক চাঁদা বাবদ টাকার কোনো হিসাব প্রদর্শন করেনি তারা। হিসাব চাওয়া হলে উল্টো সদস্যদের হুমকি-ধামকি প্রদান করা হয়। সমিতির প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী এরশাদ।

এ বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান মিরানুল ইসলামের মোবাইলে কল দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  

এদিকে সমিতির টাকা আত্মসাতের বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন।

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী আশেকুর রহমান বলেন, মাথার ঘাম পায়ে ফেলে রিকশা চালিয়ে মাসিক ভিত্তিতে জমানো টাকা আত্মসাৎ করায় আমরা প্রশাসনের মাধ্যমে উদ্ধার করার দাবি জানাচ্ছি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর