শিরোনাম
৫ অক্টোবর, ২০২৩ ১৬:০৫

গোপালগঞ্জে দারিদ্র বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সনদপত্র বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে দারিদ্র বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সনদপত্র বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দারিদ্র্য বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সনদপত্র ও সম্মানী বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার দুস্থ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং আয় উপার্জনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৪০ জনের মধ্যে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার  টুঙ্গিপাড়া  প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ও এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস (অডাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রকল্প পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও সম্মানের নগদ টাকা তুলে দেন।

এ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা  প্রকাশ চক্রবর্তী, প্রকল্পের চীফ কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম, প্রশিক্ষণার্থী সাঈদ আহমেদ, সুমাইয়া আক্তার, তানভীর হোসেন, আরিফুল হক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় ২৪০ প্রশিক্ষণার্থীর হাতে সম্মানীর নগদ টাকা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর