৫ অক্টোবর, ২০২৩ ১৬:৩৮

মাধবদীতে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

মাধবদীতে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নরসিংদীর মাধবদীতে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ৫ নং ওয়ার্ড বিরামপুর ও নুরালাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নিজ বাসা থেকে গৃহবধূ এবং এক ব্যক্তির উদ্ধার করে পুলিশ। 

নিহতেরা হলেন উত্তর বিরামপুর মহল্লার মৃত হালিম ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া মুন্না (১৮) ও কালিবাড়ি এলাকায় এক সন্তানের জননী ও প্রবাসী জুবায়ের স্ত্রী রিয়া মণি দাস (১৮)।
স্থানীয়রা জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে অকৃতকার্য হয়ে মুন্না। এটা নিয়ে প্রায় সময়ই তার মন খারাপ থাকতো। বিষটা নিয়ে সে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে মুন্নার মা তার রুমে গেলে দরজা বন্ধ পায়। দরজায় কড়া নাড়লেও কোন রকম সারা শব্দ পাওয়া যাচ্ছিলানা। পরে রুমের পিছনে জানালা দিয়ে দেখে রুমের ভিতরে মুন্না মৃতদেহ পড়ে আছে। তখন তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা রুমে দরজা ভাঙ্গে। পুলিশের খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসাপাতালের মর্গে প্রেরণ করেন।  

অপরদিকে মাধবদী কালিবাড়ি এলাকায় প্রবাসী জুবায়ের স্ত্রী ও এক সন্তানের জননী রিয়া মণি দাস (১৮) মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে । 
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রির্পোট পেলে আরো নিশ্চিত করে বলা যাবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর