৫ অক্টোবর, ২০২৩ ১৮:৫৮

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বিশ্ব শিক্ষক দিবস পালনের মাধ্যমে শিক্ষকদের মর্যাদা সৃষ্টির একটি পথ তৈরি হল। শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড ধরা হয়, তাহলে শিক্ষক হলেন শিক্ষার মেরুদন্ড। গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম বাস্তবায়ন করা দরকার। 
বাংলাদেশ একটি আধুনিক, সমৃদ্ধশালী ও উন্নত দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা লাভ করবে এই মহান পেশায় নিয়োজিত শিক্ষকবৃন্দের মাধ্যমে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল করিম, সিনিয়র শিক্ষক মোঃ ফেরদৌস আলম, প্রাথমিক শাখার ইনচার্জ মঞ্জুরা পারভীন, সহকারী শিক্ষক মোঃ ওয়ায়েছ কুরুনী, ৯ম শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনিম তিথি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ আল আমিন। 


বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর