৭ অক্টোবর, ২০২৩ ০৯:৫৬

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুদি দোকানদার পারভেজ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম বারাহিপুর গ্রামের দীঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ ওই গ্রামের আলী আজগর বেপারী বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, পারভেজের মুদি দোকানের পাশাপাশি ব্যাটারিচালিত একটি অটোরিকশা রয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে তার মুদি দোকানের পেছনে ওই অটোরিকশাটি চার্জ দিতে গেলে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর