ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দ্বীপজেলা ভোলায় অনুষ্ঠিত হয়েছে জেলা সাহিত্য মেলা। আজ শনিবার ভোলা সরকারি স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য মেলায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহিদুজ্জামান, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জাকারিয়া, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা, কবি, গীতিকার সুরকার উপস্থাপক সাংবাদিক হাসান মাহমুদ, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, লেখক, সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।
সাহিত্য মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকাররা অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানের পর ভোলা জেলার সাহিত্য ও সংস্কৃতি, কবিতা, ছড়া ও পুঁথি সহিত্য এবং কথা সাহিত্য ও নাটক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সমিনারে পৃথক পৃথক প্রবন্ধ পাঠ করেন কামরুল আহসান হিরন, জুন্নু রায়হান এবং কবি নিহার মোশাররফ। সেমিনারপত্রের উপর আলোচনা করেন কবি গবেষক ড. মনুরুল ইসলাম রাশেদ, ড. খিরোজ মাহমুদ, কবি কায়সার আহমের দুলাল এবং বীর মুক্তিযোদ্ধা কবি মাহবুব আমল নীরব মোল্লাহ।
দিনব্যাপী চলা মেলার দ্বিতীয় পর্বে ছিল স্থানীয় কবি সাহিত্যিকদের নিয়ে বিশেষ কর্মশালা। এবং সন্ধ্যার পরে সাহিত্য আড্ডা।
বিডি প্রতিদিন/হিমেল