ব্রাহ্মণবাড়িয়ার বাবার সঙ্গে অভিমান করে শান্ত মিয়া (১৮) নামে এক কিশোর বিষ খেয়ে আত্মহত্যার করেছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শান্ত মিয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার পশ্চিম পাড়ার শাহ আলমের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, শান্তকে পারিবারিক বিষয়ে তার বাবা বকা দেন। এতে শান্ত অভিমান করে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ২ দিন চিকিৎসার পর আজকে শান্ত মারা যান। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        