১৪ অক্টোবর, ২০২৩ ১৫:৪৭

চাঁপাইনবাবগঞ্জে আবাসিক এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণ বন্ধের দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আবাসিক এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণ বন্ধের দাবি

সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে আবাসিক এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কুল মিলনায়তনে বালিগ্রাম এলাকাবাসীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এলাকাবাসীর পক্ষে প্রভাষক মিজানুর রহমান মিঠুন লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালিগ্রাম এলাকায় পুনরায় কসাইখানা নির্মাণ না করে তা অন্যত্র নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। কারণ ওই এলাকায় রয়েছে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়, নূরানী মাদরাসা, নির্মাণাধীন হার্ট ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালসহ অনেক বসতবাড়ি। তাই ওই এলাকায় কসাইখানা নির্মাণ করা হলে পশুর বর্জ্যের গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হবে।

সংবাদ সম্মেলনে সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগ নেতা আয়াত নূর, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বালিগ্রাম এলাকায় পূর্বপ্রতিষ্ঠিত কসাইখানার স্থানে নতুনভাবে অত্যাধুনিক কসাইখানা নির্মাণ করছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর