১৫ অক্টোবর, ২০২৩ ১৬:৪১

পাঁচ দফা দাবিতে বরিশালে ছাত্রফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পাঁচ দফা দাবিতে বরিশালে ছাত্রফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 

রবিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সংগঠক মিনহাজুল ইসলাম সহ অন্যরা।

বিক্ষোভ সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর