মানিকগঞ্জের ভারারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্ধা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির ঘরের ভেতর থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত ওই নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে মানিকগঞ্জের পশ্চিম শানবান্ধা এলাকার বাবুল মিয়া নামের এক ব্যক্তির নতুন নির্মিত একতালা ভবনের ভেতরের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকার লোকজন, স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সহায়তায় ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে, পরে গন্ধের সূত্রপাত ধরে ঘরের ভেতরের নতুন বালি দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় কিছু বালির ওপর থেকে সরিয়ে নিলে মৃত এক নারীর হাতের অংশ দেখতে পায়। পরে থানা পুলিশকে জানালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।