কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের ইনানি এলাকা থেকে একটি ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। বুধবার দপুরে মরদেহটি উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, সকালের দিকে মেরিন ড্রাইভের পাশের জঙ্গলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তাদের ধারণা গাড়ি এক্সিডেন্টেই তার মৃত্যু হতে পারে।
স্থানী মোহাম্মদ ওমর বলেন, সকালে অনেকেই বলাবলি করছে মরদেহ পড়ে থাকার কথা নিয়ে। এসে দেখি সত্যি। হয়তো রাতে কোন গাড়ি মেরে দিয়ে চলে গেছে।