সাভারে চাঁদা না পেয়ে হৃদয় (৪০) নামে এক প্রতিবন্ধী শ্রমিককে দুই পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। এর আগে, সাভার পৌর এলাকার ছায়াবিথি মহল্লায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের ছায়াবিথী এলাকায় দীর্ঘদিন ধরে রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিক হৃদয় ফার্মেসী ব্যবসা করে আসছিল। কিছুদিন ধরে ওই এলাকার কয়েকজন যুবক তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সেই চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শনিবার (২১ অক্টোবর) রাতে একদল সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই পায়ের রগ কেটে দিয়ে তার দোকান থেকে নগদ অর্থসহ মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে অশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ