জাতীয় সংসদের ২৭৬ লক্ষ্মীপুর-৩ সদর শুন্য আসনের নির্বাচন উপলক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা নির্বাচন অফিস কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, র্যাব ১১ এর দায়িত্বরত কর্মকর্তা গোলাম মোর্শেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
বক্তারা আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের নানা দিক তুলে ধরে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া ৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও ১৪ সদস্যের ভিজিল্যান্স টিম সার্বক্ষনিক পর্যবেক্ষনে থাকবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর এ আসনে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এখানে আওয়ামী লীগ, জাতীয়পার্টি, জাকেরপার্টি ও এনপিপি থেকে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। আসনটিতে ১টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের মোট ১১৫টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিডি প্রতিদিন/এএম