যশোর-ঢাকা রুটে শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের কারণে সকাল থেকে পরিবহন চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু।
তিনি বলেন, দুই রাজনৈতিক দলের সমাবেশের কারণে শনিবার ঢাকা শহরের মধ্যে পরিবহন নাও ঢুকতে পারে। এর জন্য শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর থেকে ঢাকায় সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকবে। সমাবেশে শেষে সন্ধ্যার আগেই যশোর থেকে আবারও ঢাকার উদ্দেশে পরিবহনগুলো ছেড়ে যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ