ঢাকার ধামরাইয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে ধামরাই পৌরসভার বাজার রোড এলাকায় এই ঘটনা ঘটে।
আটক দু’জন হলেন সুজন ও আবুল বাশার মন্টু মেম্বার। তারা দুজনই ধামরাইয়ের বাসিন্দা।ধামরাই থানার ওসি আপারেশন নির্মল কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে খবর পাই ঢুলিভিটায় কয়েকজন মিছিল নিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করছে। জনসাধারণের চলাচলের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করছে। সড়ক অবরোধ করে তারা টায়ারে আগুন দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করি। অন্যরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুটি ককটেল, চারটি চকলেট বোমাসহ বিস্ফোরিত আলামত উদ্ধার করা হয়েছে
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী পরিবহন শ্রমিক খায়ের জানান, সকালের দিকে হঠাৎ কয়েকজন জড়ো হয়ে একটি টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। সেখানে ২-৩ মিনিট অবস্থানের পর তারা চলে যায়। যাওয়ার সময় ককটেলের বিস্ফোরণ ঘটায়।
বিডি প্রতিদিন/আজাদ