দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার বিকেলে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি জহির খান, দবিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী. সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন প্রমুখ।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।