নিজ নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি, এই শ্লোগানে বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র্যালি করা হয়েছে। রবিবার বেলা ১২টায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেয় বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, সিভিল সার্জন ডা. শফিউল আজম, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম, প্যানেল মেয়র-২ আলহাজ শেখ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্ত্তী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারুক সাখিনা শিখাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।
এর আগে জেলা প্রশাসন সভাকক্ষে করতোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে বগুড়াবাসীকে সচেতন হতে হবে। ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ীর পরিত্যক্ত টায়ার, ভাঙ্গা কলস, ড্রাম, ডাব-নারিকেলের খোসা, এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটারের তলায় পানি জমতে দেয়া যাবে না। বাড়ীর ভেতরে, আশ-পাশ ও আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি। কর্তৃপক্ষ জানান, সপ্তাহব্যাপি এই কার্যক্রম চলবে।বিডি প্রতিদিন/এএম