২৯ অক্টোবর, ২০২৩ ১৯:০১

হরতালে তেমন প্রভাব পড়েনি নেত্রকোনায়, আওয়ামী লীগের মিছিল

নেত্রকোনা প্রতিনিধি

হরতালে তেমন প্রভাব পড়েনি নেত্রকোনায়, আওয়ামী লীগের মিছিল

সারাদেশে বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী দলের ডাকা হরতালে নেত্রকোনায় তেমন প্রভাব না পড়লেও দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিলো। এছাড়া শহরে চলাচল স্বাভাবিক লক্ষ্য করা গেছে। তবে অন্যান্য দিনের মতো যানযট ছিলো না। সরকারি অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম থাকলেও গাড়ি চলাচলে সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে। 

এদিকে থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সংশ্লিষ্ট থানাগুলো। শনিবার বিকাল থেকেই নেত্রকোনা সদরের মডেল থানার মূল ফটক বন্ধ রাখা হয়েছে। এছাড়াও কোথাও কোন পিকেটিং এর খবর পাওয়া যায়নি। এদিকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মাঠে থাকলেও হরতালের সপক্ষে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের দেখা যায়নি। এমনকি বরাবরের মতোই বন্ধ থাকা ছোট বাজার বিএনপি দলীয় কার্যালয়ের সামনে শাক সবজির বাজার স্বাভাবিক ছিলো। সকাল থেকে পুলিশের টহল অব্যাহত রয়েছে। 

রবিরার দুপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে বিএনপির নাশকতার প্রতি হুশিয়ারী দেখিয়ে শহরে বিশাল মিছিল বের করা হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর