৩১ অক্টোবর, ২০২৩ ২২:২৮

৪,১৭৪ কোটি টাকার ঝুলন্ত সেতু প্রকল্প একনেকে অনুমোদন

চাঁদপুর প্রতিনিধি

৪,১৭৪ কোটি টাকার ঝুলন্ত সেতু প্রকল্প একনেকে অনুমোদন

চাঁদপুর ও মুন্সীগঞ্জ জেলাকে সংযোগ স্থাপনকারী ঝুলন্ত সেতু একনেকে অনুমোদন পেয়েছে। মেঘনা ও ধনাগোদা নদীর উপর ব্রিজটি নির্মিত হবে। এই সেতু চাঁদপুরে মতলব উত্তর উপজেলা ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্যে সরাসরি সড়ক সংযোগ সৃষ্টি করবে।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁদপুরে মেঘনা-ধনাগোদা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের প্রস্তাব উত্থাপনের পর তা অনুমোদন লাভ করে।

চাঁদপুরে ঝুলন্ত সেতু নির্মাণে ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই প্রকল্প চলবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। পুরোপুরি দেশীয় অর্থে সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর