২ নভেম্বর, ২০২৩ ১৪:৫১

রাজবাড়ীতে বিএনপির আরও ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বিএনপির আরও ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর পাংশা ও বালিয়াকান্দি উপজেলার বিএনপির ২৪ নেতাকর্মীর নামে মামলার পর কালুখালী থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। মামলায় কালুখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে। মামলায় বেশ কয়েকজন অজ্ঞাতনামা আসামি রয়েছে বলে জানা গেছে।

বুধবার দিবাগত রাতে কালুখালী উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম (লাবু) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস মামলায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কালুখালী উপজেলার মাঝবাড়ি থেকে মামলার বাদীসহ ৭৫-৮০ জন নেতাকর্মী শান্তিপূর্ণ একটি মিছিল কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে অগ্রসর হয়। মিছিলটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর এলাকায় পৌঁছালে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা মিছিলটির ওপর হামলা করে। এ সময় মিছিলে মধ্যে ককটেল বোমা নিক্ষেপ করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। এতে যুবলীগসহ কয়েকজন নেতা আহত হন।

সহকারী পুশিল সুপার (পাংশা সার্কেল) সুমান কুমার সাহা বলেন, বুধবার দিবাগত রাতে কালুখালী থানায় বিএনপি ও জামাতের ১২ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য ১ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে পাংশা মডেল থানায় বিএনপি  ও জামাতের ৯ নেতাকর্মী এবং বালিয়াকান্দি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনসহ ১৫ আসামির নামে মামলা দায়ের হয়।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. আসলাম মিয়া বলেন, মামলাগুলো সাজানো এবং বানোয়াট। মামলা-হামলা দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দমন করা যাবে না। এসব মামলায় দিয়ে সরকার পতন ঠেকানো যাবে না।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর