জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা হাসপাতাল চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘রক্তদানে হয়না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি’।
সন্ধানী ডোনার ক্লাবের সহযোগিতায় গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. আব্দুল্লাহেল মাফির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুব হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা বিএমএর সভাপতি ডা. মো. মতিয়ার রহমান, সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহিনুল ইসলাম শাহীন, মেডিকেল অফিসার ডা: সোহেল মাহমুদ, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সহ-সভাপতি খ. ম. রফিকুল হাসান কাফি, নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম নিশাদ, উপদেষ্টা তৌহিদুল ইসলাম বিমান, ইসমত জাহান রেশমা, আইয়ুব হোসেন সুমন প্রমুখ।দিবসটি উপলক্ষে ১৩ ব্যাগ রক্ত ডোনারদের কাছ থেকে সংগ্রহ করা হয়।
বিডি প্রতিদিন/এএ