রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী জিরো পয়েন্ট মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল ইউরোপিয়ান ইউনিয়ন (প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন গঙ্গাচড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাহমুদুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী নিতাই চন্দ্র রায়, এলাকা ব্যবস্থাপক মোঃ এরশাদুল হক, প্রোগ্রাম অফিসার মো: শাহিনুর ইসলাম, শাখা ব্যববস্থাপক মো: জিয়াউর রহমান, মো: আকতার হোসেন, সহকারী কারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) মো: কাওছার আহমেদ, মো: আসাদুজ্জামান ও মো: আসাদুল ইসলাম। প্রশিক্ষণটি পরিচালনা করবেন প্রশিক্ষক মুক্তা রানী ও মো: সাদেকুল ইসলাম। প্রসপারিটি প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের মাধমে জীবন-মান উন্নয়নের জন্য ২৫ জন নারীকে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান করার লক্ষে প্রশিক্ষণ শুরু করা হয়।
বিডি প্রতিদিন/এএ