মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে রোপণ করা গাছের চারাগুলি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। মাঠের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বৃক্ষগুলি রোপণ করেন হরিরামপুর শ্যামল নৈসর্গ নামে একটি পরিবেশবাদী সংগঠন। গত আড়াই মাস আগে মাঠের চতুর্দিকে ৮৫ বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয়। দুইদিন আগে সকালে দেখা যায় সবগুলি গাছের চাড়া কেটে ও উপড়ে ফেলা হয়েছে।সংগঠনের সদস্যরা জানতে পেরে মাঠে ছুটে আসেন। তারা উপড়ে ফেলা গাছের সাথে বিভিন্ন লেখা সম্বলিত পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানান।
এ বিষয়ে আইনী পদক্ষেপ নিবেন বলে জানান সংগঠনের অন্যতম সদস্য মাহবুব সিদ্দিকী। তিনি আরো বলেন, আমাদের সংগঠন পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। মাঠের চারপাশের গাছগুলি পরম যত্নে সংগঠনের সদস্যরা পরিচর্যা করে থাকেন। অল্প দিনের মধ্যেই গাছগুলি পরিবেশ প্রেমীদের নজর কাড়তে সক্ষম হয়েছে। কিন্তু গাছগুলি নিধন করা হলো, বুঝতে পারছি না।পরিবেশ রক্ষায় আমাদের বৃক্ষরোপণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।