‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে কুষ্টিয়ায়। শনিবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে র্যালি বের করা হয়। শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
কুষ্টিয়া জেলা সমবায় কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা । বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান মাসুম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা,কুষ্টিয়া কো-অপারেটিভ ইন্ডস্ট্রিয়াল ব্যাংকের সভাপতি নিজামুল হক চুন্নুসহ অন্যরা।
বক্তারা সমবায়ীদের জন্য সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন সেই সাথে সমবায়ের কার্যক্রমের জন্য বেকার কর্মসংস্থান গড়ে তোলা, ঋণ দিয়ে উদ্যোক্তাদের সহায়তাসহ তাদের কর্মসূচির কথা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমীন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসরিন বানু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ।
বিডি প্রতিদিন/নাজমুল