কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা হয়েছে। রবিবার দুপুর ১২টায় কুমারখালী উপজেলা পরিষদের মাঠে এ আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার সেলিম আলতাফ জর্জ বলেন, যার কেউ নেই তার পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। সরকার বয়স্ক ভাতা, শিক্ষা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন কুমারখালী পৌরসভার মেয়র মো. সাছুজ্জামান অরুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহম্মদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলামসহ উপকারভোগী হাজারো মানুষ।
বিডি প্রতিদিন/এএম