গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি মিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফীন বলেন, রবিবার দুপুর ১টার দিকে গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি কারখানার গুদামে আগুন লাগার খবরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরো একটি ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ করে। শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা দুপুর ২টা ৩৫মিনিটের দিকে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি আরও জানান, আগুনে কারখানার গুদামে থাকা চটের বস্তাসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোন হতাহতের কোন খবর এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন