কীর্তিনাশা নদীতে ৩ সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। আজ বরিবার সকাল ১১ টার সময় নড়িয়া উপজেলার জপসা গ্রামের সালমা বেগম এই ঘটনা ঘটান।
এসময় স্থানীয়রা দুই শিশুকে নদীতে ভাসতে দেখে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানান তাদের পড়নে পেম্পার্স থাকার কারণে তারা ভেসে ছিল। উদ্ধার হওয়া শিশুরা হলেন আনিকা (৩) ও মুনসুর (২)। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে মা সালমা ও বড় ছেলে সাহাবির (৭)।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালান নড়িয়া ফায়ার সার্ভিস এর একটি ইউনিট। পড়ে মাদারীপুর থেকে আসে একটি ডুবুরি দল। ফায়ার সার্ভিসের টিম লিডার রওশন জামিল জানান, উদ্ধার কাজ চলোমান রয়েছে, ভিকটিম কে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল