ফরিদপুরে ডাকাত চক্রের মূলহোতাসহ ৪ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে ঢাকার একটি ফ্লাট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পুলিশ সুপার মোঃ শাহাজাহন জানান, ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে সম্প্রতি কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দলটি বিপুল পরিমান মালামাল ডাকাতি করে নেয়। ইতিপূর্বে পুলিশের হাতে আটক হওয়া ডাকাতদের তথ্য মতে এবং ডিজিটাল প্রযুক্তি সহায়তায় ফরিদপুর পুলিশের বিশেষ একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ঢাকার একটি ফ্লাট থেকে থেকে চার ডাকাতকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, খুলনা জেলার রুপসা থানার ইলাইপুর গ্রামের মজনু ফরাজীর ছেলে রুবেল ফরাজী (৩০), একই এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে মোঃ আলী হাওলাদার (৩০), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দক্ষিন কাকরাবুনিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মোঃ সোহেল রানা (৩৬) এবং বাগেরহাট জেলার মোরোলগঞ্জ থানার সানকিভাংগা গ্রামের আমির আলী শেখের ছেলে সোহাগ শেখ (২৫)।
আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমান নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, একটি প্রাইভেটকারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে নারায়নগঞ্জ, বাগেরহাট ও ফরিদপুর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতির সাথে জড়িত আরো কয়েকজনকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম